শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
আফগান নাগরিকদের জন্য ইরানের দুই লাখ কর্মসংস্থান ভিসা ঘোষণা
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
আফগান নাগরিকদের জন্য ইরানের দুই লাখ কর্মসংস্থান ভিসা ঘোষণা
ইরানে অবস্থানরত আফগান অভিবাসীদের পরিস্থিতি ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে কাবুলের শরণার্থী ও প্রত্যাবাসনমন্ত্রী মাওলাভি আব্দুল কবিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ রেজা বাহরামি।
বৈঠকে বাহরামি জানান, ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় আফগান নাগরিকদের জন্য ইরান দুই লাখ নতুন ওয়ার্ক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা উদ্বেগের বিষয়। প্রয়োজনে কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করতে তেহরান প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, মাওলাভি আব্দুল কবির ইরান সরকারের প্রতি আহ্বান জানান— আফগান অভিবাসীদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণ করা এবং তাদের সম্পত্তি ও নিরাপত্তা রক্ষায় উদ্যোগ নেওয়ার জন্য। তিনি আরও অনুরোধ করেন, কোনো দেশ যেন আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কার না করে।
তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া তালেবান সরকারের নীতি নয়। অভিযোগের পরিবর্তে পারস্পরিক সংলাপ ও ধর্মীয় নেতাদের সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন আব্দুল কবির।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন