শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প।
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রোববার (২ নভেম্বর) স্থানীয় সময় গভীর রাতে ৬ দশমিক ৩ মাত্রার এই কম্পনে কেঁপে ওঠে দেশটির হিন্দু কুষ পর্বতমালা ঘেঁষা অঞ্চল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরীফের কাছাকাছি খোলম এলাকার হিন্দু কুষ অঞ্চল। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
হঠাৎ মাঝরাতে প্রচণ্ড কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি সহায়তা কার্যক্রম চালু করেছে।
এর আগে চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল—যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত। ২০২৩ সালের হেরাত অঞ্চলের ভূমিকম্পেও প্রাণ হারিয়েছিল দেড় হাজার মানুষ, ধ্বংস হয়েছিল প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি।
ভূমিকম্পপ্রবণ আফগানিস্তান মূলত হিন্দু কুষ পর্বতাঞ্চলে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত। এ কারণেই দেশটিতে ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প ঘটে থাকে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন