শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫
রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের জেলায় নিরাপত্তা জোরদার করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সকাল থেকেই মাঠে টহল দিচ্ছে এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন,
> “আগামী ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন